গাজায় 'খুব সম্ভবত' দুর্ভিক্ষ দেখা দিয়েছে: যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের কিছু এলাকায় এখন ‘খুব সম্ভবত’ দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি জানান, ইসরায়েলি অবরোধের কারণে ত্রাণবাহী ট্রাক ঢুকতে পারছে না। ফলে গাজায় ফিলিস্তিনের আরও সাহায্য পাওয়া বাধাগ্রস্ত হচেছ।
যুক্তরাষ্ট্র আগেই গাজায় দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে বলে সতর্ক করেছিল। গাজায় ত্রাণ প্রবেশ ও বিতরণে বাধা নিয়ে অভিযোগ করেছিল এবং দুর্ভিক্ষ আসন্ন এমন কথাও বলেছিল।
কিন্তু শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দুর্ভিক্ষ সম্ভবত এরই মধ্যেই চলছে।