কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইপিএল শেষ হাসারাঙ্গার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১৮:১০

এক সপ্তাহ পরেও সানরাইজার্স হায়দরাবাদের স্কোয়াডে নেই শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের নাম লিখিয়ে নিষেধাজ্ঞার হুমকি দূর করেছিলেন এই স্পিনার। আম্পায়ারের সঙ্গে অসাদাচরণের দায়ে দুই টেস্ট বা চার ওয়ানডে বা চার টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হতেন তিনি। বিশ্বকাপে এর প্রভাব এড়াতে নাম লিখিয়েছিলেন টেস্ট সিরিজে। এরপরেই আসে নিষেধাজ্ঞা। 


তবে নিষেধাজ্ঞার পরেও হাসারাঙ্গা আইপিএল খেলবেন এমনটাই কথা ছিল। খুব দ্রুতই কমলা শিবিরে যোগ দেবেন বলেই জানিয়েছিলেন তার ম্যানেজার। অনেক বিদেশী ক্রিকেটারের মতো কম টাকার কারণে কৌশলে নিজেকে সরিয়ে নেবেন না হাসারাঙ্গা এমন দাবিও করেছিলেন এই ক্রিকেটারের ব্যক্তিগত ম্যানেজার।


তবে শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় বাঁ পায়ের গোঁড়ালিতে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কের। আইপিএল থেকে তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও