বাসের অবৈধ পার্কিং, কথা রাখেননি রাঙ্গা
রাজধানীর বাসিন্দাদের চিরদিনের ভোগান্তির নাম যানজট। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ বিভিন্ন স্থানে সড়কে অবৈধ পার্কিং। মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কে অবৈধ পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। কিছুদিন পর ঈদযাত্রা শুরু হলে তখন ওই সড়ক ব্যবহারকারীদের দ্বিগুণ ভোগান্তি পোহাতে হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ১৯ মার্চ অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেছিলেন, ‘আমি এখান থেকে বের হয়ে আগে মহাখালী যাব। দেখি ওখানে কী সমস্যা। যারাই অবৈধ পার্কিং করছেন, অতিরিক্ত বাড়াবাড়ি করছেন, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
১১ দিন হয়ে গেলেও নিজের দেওয়া সেই কথা রাখতে পারেননি রাঙ্গা। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারেননি তিনি। এমনকি মালিক ও শ্রমিক পক্ষের কেউ এ বিষয়ে কোনো তোয়াক্কা করছেন না।