সড়কপথে ঈদযাত্রা: যানজট স্পট নিয়ে বড় বিভ্রান্তি
আসন্ন ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যানজট স্পট চিহ্নিত করেছে সরকার। সম্প্রতি প্রকাশ করা ওই তালিকায় মহাসড়কে ১৫৫টি যানজট স্পটের কথা বলা হয়েছে।
অন্যদিকে বেসরকারি পর্যায়ে যাত্রীসেবা নিয়ে কাজ করা সংগঠন যাত্রী কল্যাণ সমিতি বলেছে, যানজট স্পট ৭১৪টি। বেসরকারি হিসাবের সঙ্গে সরকারি হিসাবের পার্থক্য ৫৫৯টি স্পটের। বড় পার্থক্য হওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
২১ মার্চ রাজধানীর বনানীতে বিআরটি ভবনে আন্তঃসংস্থাগুলোকে নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে মহাসড়কে যানজট হতে পারে এমন ১৫৫টি স্পটের কথা বলা হয়। স্পটগুলো হলো, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৪৮টি, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ৫২টি, ঢাকা-সিলেট মহাসড়কে ৪১টি, ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে আটটি এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছয়টি।
অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতি বুধবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে, আসন্ন ঈদযাত্রায় সারা দেশে ৭১৪টি জায়গায় যানজট হতে পারে। এর মধ্যে ১৪০টিতে বিশেষ নজরদারি করা দরকার।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঈদে যানজট
- ঈদে ঘরে ফেরা