![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-03%2Fb1f6811c-723f-4353-bef5-3fc7693c8648%2Fsylhet_medical_vc_290324_1.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
দুর্নীতি: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধে মামলা অনুমোদন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ১৪:৪৫
জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ৫৮ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার এই অনুমোদন দিয়ে এ সংক্রান্ত নির্দেশনা সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালককে পাঠানো হয়েছে।