এবার ‘এক গ্রাম এক পণ্য’ প্রকল্প, যেসব সুবিধা দেবে সরকার
রপ্তানি পণ্যের বহুমুখীকরণের জন্য ১৬ বছর আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নেওয়া ‘এক জেলা এক পণ্য’ (ওডিওপি) উদ্যোগটি মোটামুটি ব্যর্থ। সেই ব্যর্থতার কারণ না খুঁজে এবার হাতে নেওয়া হয়েছে ‘একটি গ্রাম একটি পণ্য (ওভিওপি)’ নামে নতুন উদ্যোগ। এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ উদ্যোগের পর ভবিষ্যতে এ-সংক্রান্ত প্রকল্প নেওয়া হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পরীক্ষামূলক উদ্যোগের অংশ হিসেবে গ্রামওয়ারি পণ্য নির্বাচনের জন্য দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। ১৩ মার্চ ডিসিদের কাছে পাঠানো চিঠিতে এক মাসের মধ্যে পণ্যের নাম, উৎপাদনকারীর নাম-ঠিকানাসহ সংশ্লিষ্ট পণ্যের বিষয়ে প্রতিবেদন পাঠাতে বলা হয়। চিঠিতে বলা হয়েছে, প্রতিবেদনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামভিত্তিক এক বা একাধিক হস্তশিল্পজাত পণ্য বা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকা থাকতে হবে।