![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252F61877c7a-7e71-4286-80e1-17f93468a804%252Fc2e67beb-38df-416b-a406-1d0304fff549.jpeg%3Frect%3D0%252C108%252C1600%252C1067%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
বুয়েটে ছাত্রলীগের ‘প্রবেশ’ নিয়ে আজও বিক্ষোভ শিক্ষার্থীদের
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ১২:৪৬
ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আজ সকালে বুয়েটের শহীদ মিনারের ফটক থেকে বিক্ষোভ নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা সেখানে বেলা ২টা পর্যন্ত অবস্থান করবেন বলে জানিয়েছেন।