![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252F5b784d02-ec09-4897-923c-8f5a7961e054%252Fabdul_hakim.jpg%3Frect%3D246%252C0%252C3456%252C2304%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
গহিন বনে থেকেও তিনি যেভাবে ছাপা পত্রিকার নিয়মিত পাঠক
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ১১:১৩
ফরেস্ট অফিসের সামনে গোলপাতার ছাউনি দেওয়া ঘর। সেই ঘরে বসে প্রথম আলো পড়ছিলেন আবদুল হাকিম। পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের আওতাধীন এই কালাবগী ফরেস্ট স্টেশনের তিনি প্রধান কর্মকর্তা। ২ মার্চ কুশল বিনিময়ের পর তাঁর সঙ্গে ভালোই আলাপ জমেছিল। সেই আলাপের সূত্রেই জানা গেল ছাপা পত্রিকার প্রতি তাঁর অন্য রকম ভালো লাগার কথা।
২০ বছর ধরে প্রথম আলোর নিয়মিত পাঠক ফরেস্টার আবদুল হাকিম। চাকরির সুবাদে ২০১৮ সাল থেকে সুন্দরবনে আছেন। বজবজা টহল ফাঁড়ি দিয়ে শুরু করেছিলেন। এরপর একে একে কাশিয়াবাদ, নীলকমল ও কালাবগী স্টেশনে কাজ করেছেন। সব জায়গায় তাঁর সঙ্গী ছিল প্রথম আলো। তিনি বলেন, ‘বনে প্রতিদিনের পত্রিকা পাওয়া সম্ভব হয় না। তাই পুরোনো পত্রিকা সংগ্রহ করে পড়ি।’