কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মূল্যস্ফীতির সময়ে ঈদবাজারের চালচিত্র

যুগান্তর ড. আর এম দেবনাথ প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ১০:৩১

আগামীকাল মার্চ মাসের শেষদিন। পবিত্র রমজান মাসও শেষের পথে। সামনে পবিত্র ঈদ উৎসব এবং এরপরই বাঙালির নববর্ষ। কেমন যাচ্ছে রোজার মাস, কেমন হবে ঈদের বাজার, কেমন হবে নববর্ষের বাজার? সাধারণত ঈদের বাজার জমে রোজার শেষের দিকে। সেই অর্থে বাজারের হাবভাব পুরোপুরি এখনো বোঝা বেশ একটু কঠিন। তবে কিছু কিছু বিষয় দৃশ্যমান ও অনুমানযোগ্য। যেমন যুগান্তরের খবরে দেখা যাচ্ছে, যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা তুঙ্গে। এক ছাদের নিচে সবকিছু পাওয়া যায় বলে ক্রেতাদের পছন্দ ‘যমুনা ফিউচার পার্ক’। এখানে দেশি-বিদেশি ব্র্যান্ডের সব জিনিসই পাওয়া যায়। এছাড়া রয়েছে কেনাকাটায় আকর্ষণীয় পুরস্কার। আবার যুগান্তরেরই আরও দুটি খবরে দেখা যাচ্ছে, রূপগঞ্জের তাঁতিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। জামদানি পল্লি জমজমাট। সেখানকার বিসিক নগরীতে ৫ হাজার তাঁতি হরেকরকমের জামদানি তৈরিতে ব্যস্ত।


এর মধ্যে আছে পান্না হাজার, তেরছা, পালকি, ময়ূরপঙ্খী, বটপাতা, করোলা, জাল, বুটিদার ইত্যাদি ঝকঝকে শাড়ি। সেখানকার তাঁতিরা বলছেন, এবার তারা অনলাইনেও অনেক ক্রয়াদেশ পাচ্ছেন। তাদের আশা, এবার ঈদ উপলক্ষ্যে তারা ৫০ কোটি টাকার ব্যবসা করতে পারবেন। এদিকে রয়েছে টাঙ্গাইল শাড়ির চাহিদা। টাঙ্গাইলের তাঁতিদেরও আশা, এবার গেল বছরের তুলনায় বেশি বেচাকেনা হবে। ব্যবসায়ীরা মনে করেন, এ ঈদ উপলক্ষ্যে তারা ৪০০ কোটি টাকার ব্যবসা করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও