ইটের টুকরা কোথা থেকে পড়ল, সাড়ে তিন মাসেও জানতে পারল না পুলিশ
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১৯:৪৯
রাজধানীর মৌচাক এলাকায় গত ১০ জানুয়ারি ওপর থেকে ইটের টুকরা (কংক্রিটের খণ্ড) মাথায় পড়লে মৃত্যু হয় দীপু সানার। ঘটনার সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এর কূলকিনারা করতে পারেনি পুলিশ। কোথা থেকে, কীভাবে ইটের টুকরা তাঁর মাথায় এসে পড়ল, সেই উৎস সম্পর্কে কিছুই জানতে পারেনি পুলিশ।
খুলনার মেয়ে দীপু সানা (৩৩) বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় কর্মস্থল থেকে অফিসের বাসে করে এসে শান্তিনগরে নামেন তিনি। সেখান থেকে হেঁটে মগবাজারের গাবতলার বাসায় ফিরছিলেন। মৌচাকে উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে তাঁর মাথায় ইটের টুকরা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই ঘটনায় করা হত্যা মামলাটি এখন তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।