কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিজেদের তৈরি বৈদ্যুতিক গাড়ি আনল শাওমি, দাম কত জানেন

প্রথম আলো প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১৯:২৪

নিজেদের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) ‘এসইউ৭’ বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। গতকাল বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘স্ট্যান্ডার্ড এসইউ৭’, ‘এসইউ৭ প্রো’ ও ‘এসইউ৭ ম্যাক্স’ সংস্করণের বৈদ্যুতিক গাড়ি প্রদর্শনের পাশাপাশি অগ্রিম ফরমাশ নেওয়ার কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। শাওমি জানিয়েছে, ফরমাশ কার্যক্রম শুরুর ২৭ মিনিটের মধ্যেই ৫০ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে।


জানা গেছে, সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি বা ই-মোটর হাইপারইঞ্জিন ভি৮এস থাকায় একবার চার্জে সংস্করণভেদে ৭০০ কিলোমিটার থেকে ৯০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে শাওমির বৈদ্যুতিক গাড়িগুলো। শুধু তা–ই নয়, সর্বনিম্ন ২.৭৮ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত গতিও তুলতে পারে। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের অপারেটিং সিস্টেম সমর্থন করায় গাড়িগুলোয় সহজেই বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করা যায়।





সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও