![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-03%2Fbbd6a8ef-d560-41f3-8dea-a01c76101078%2Finternet_reuters_290324_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
নতুন বিশ্ব রেকর্ড: ব্রডব্যান্ডের চেয়ে ৪৫ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১৯:২৩
প্রতি সেকেন্ডে ৩০১ টেরাবিট ও নয় হাজার এইচডি সিনেমার সমতুল্য এক আদর্শ অপটিক্যাল ফাইবার ব্যবহার করে নতুন এ রেকর্ড গড়েছে ‘অ্যাস্টন ইউনিভার্সিটি অফ বার্মিংহাম’-এর বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক গবেষণা দল।
এ গতিতে, ‘ইন্টারনেট মুভি ডেটাবেস (আইএমডিবি)’র তালিকাভুক্ত সবগুলো সিনেমা ডাউনলোড করতে সময় লাগবে কেবল এক মিনিট।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রেকর্ড
- বিশ্ব রেকর্ড
- গতির রেকর্ড