![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252F92a1d8d3-55b2-4366-920d-6e2aa0af2d62%252FUntitled_1.jpg%3Frect%3D1%252C0%252C639%252C426%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
বিচার বিভাগের ওপর সামরিক বাহিনীর হস্তক্ষেপের তদন্ত করবে পাকিস্তান
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১৭:৩১
বিচার বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে হস্তক্ষেপ করা ও ভয়ভীতি দেখানোর যে অভিযোগ হাইকোর্টের ছয়জন বিচারপতি করছেন, তা তদন্ত করবে দেশটি। এ লক্ষ্যে একটি তদন্ত কমিশন গঠন করা হবে।
পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।