কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্ট্যান্ড–বাজার, ভোগাবে পথে পথে

www.ajkerpatrika.com ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১২:৩৫

ঈদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বরাবরই ভোগান্তির কারণ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যাত্রী ও চালকদের নাজেহাল হতে হয়। অবশ্য এত দিন যে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) ভোগান্তির মাত্রা বাড়িয়ে রেখেছিল, সেটাই এবার কিছুটা স্বস্তি দিতে পারে। তারপরও সরু রাস্তা, অবৈধ বাসস্ট্যান্ড, বাজার ও অটোস্ট্যান্ড পথে পথে যানজটের কারণ হতে পারে। এই মহাসড়কে গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত অনেক কারখানা আছে। এগুলো একযোগে ছুটি দিলে বিপত্তি বাড়বে। এ ছাড়া ঈদযাত্রায় বৃষ্টিও ভোগান্তি বাড়াতে পারে।


সংশ্লিষ্ট সূত্র বলেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ ৯১ শতাংশ শেষ। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রকল্পের আটটি উড়ালসড়কের সাতটিই খুলে দেওয়া হয়েছে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটারে এসব উড়ালসড়ক।


যানজট নিরসনে সংশ্লিষ্টরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এদিকে গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত অংশেও পুলিশ ও প্রশাসন প্রস্তুতি নিয়েছে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোন ক্যামেরা ব্যবহারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরও শঙ্কা থেকেই যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও