You have reached your daily news limit

Please log in to continue


তৈমুর এখনই ছোট ভাইয়ের ওপর খবরদারি করে, ঘরের কথা বললেন কারিনা

দুই বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর দীর্ঘ প্রেমের পর ২০১২ সালের ১৬ অক্টোবর ঘর বাঁধেন। চার বছর পর তাঁদের ঘরে আসে ছোট নবাব তৈমুর। তারপরও কারিনা সমানতালে অভিনয় চালিয়ে গেছেন। পরে ২০২০ সালে দ্বিতীয়বার মা হন এই তারকা। তখনো সব সামলে কাজে ফিরেছিলেন কারিনা। কিন্তু দুই সন্তান নিয়ে সংসার ও অভিনয় চালিয়ে যাওয়া কি সহজ ছিল? এবার সেই ঘরের খবরই একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী।

বড় ছেলে তৈমুর আলী খানের বয়স এখন সাত বছর। ছোট ছেলে জাহাঙ্গীর। পরিবারে তার ডাকনাম জেহ। এখন তার বয়স তিন বছর। বলা যায়, বেশ বড় হয়ে উঠছে ছেলেরা। তাহলে কারিনার আর চিন্তা কিসে। এখন সমানতালে শুটিং ও সংসার চালিয়ে যাচ্ছেন? এমনটা যাঁরা ভাবছেন, তাঁরা শুনে অবাক হবেন যে দূর থেকে সংসারটা এমন হওয়ার কথা থাকলেও দুই ছেলেকে নিয়ে নাজেহাল এই দম্পতি। একসঙ্গে সন্তান বড় করা আর ক্যারিয়ার ঠিক রাখতে গিয়ে নাভিশ্বাস উঠে গেছে। কারণ, এই তারকার ছোট দুই সন্তান মারামারিতে পর্যন্ত জড়ান। তবে ভালো যে বাসেন না, তেমনটা নয়। দুই ভাইয়ের অনেক মিল। কিন্তু যত ঝামেলার শুরু হয় বড় ভাই তৈমুরের ছোট ভাইয়ের ওপর খবরদারি করার কারণে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন