ডেঙ্গু রোগীর চিকিৎসায় স্যালাইন জোগানে অনিশ্চয়তা
চাহিদার তুলনায় আইভি ফ্লুইড বা শিরায় ব্যবহারযোগ্য স্যালাইনের সরবরাহ অনেক কম। এমনকি আমদানি করেও চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। ফলে এবারও ডেঙ্গু মৌসুমে আইভি ফ্লুইড বা শিরায় ব্যবহারযোগ্য স্যালাইনের সংকট দেখা দেওয়ার আশঙ্কা আছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক পর্যালোচনা সভায়ও এই আশঙ্কার বিষয় প্রকাশ পেয়েছে। আমদানি করে চাহিদা মেটানোর ক্ষেত্রে জটিলতার বিষয়টিও সভায় উঠে আসে। এই অবস্থায় দেশে উৎপাদন বাড়ানো এবং ডেঙ্গুর ভরা মৌসুমের আগেই আইভি ফ্লুইড ও পরীক্ষার কিট কিনে মজুত করার পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রমতে, সভায় আগামী জুন মাসের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) আইভি ফ্লুইড উৎপাদন চালু করতে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডেঙ্গু রোগীর চিকিৎসায় সরকারি-বেসরকারি হাসপাতালে আইভি ফ্লুইডের চাহিদা নিরূপণ করে ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া গত বছরের চাহিদার ভিত্তিতে বর্তমান চাহিদা পূরণ করতে এমএসআর তহবিল থেকে আইভি ফ্লুইড কিনে মজুত করার সিদ্ধান্ত হয়েছে।