ঈদযাত্রা: ট্রেনের প্রতি টিকিটের বিপরীতে প্রায় ৫০০ বার চেষ্টা যাত্রীদের
ঈদযাত্রায় ট্রেনের আগামী ৭ এপ্রিলের ভ্রমণের টিকিটের জন্য প্রায় দুই কোটি মানুষ চেষ্টা করেছেন। এদিন ট্রেনে যাত্রীদের জন্য ঢাকা থেকে বরাদ্দ ছিল ৩২ হাজার ৫৯১টি টিকিট, এর মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সকাল ৮ থেকে সাড়ে ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়ার পিক আওয়ারে চেষ্টা হয়েছে ৮২ লাখ। আর বেলা ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিট ছাড়ার পিক আওয়ারে ৭৪ লাখবার চেষ্টা করেছেন যাত্রীরা। তার মানে প্রতি টিকেটের বিপরীতে প্রায় ৫০০ বার চেষ্টা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রেলসেবা অ্যাপ পরিচালনার দায়িত্বে থাকা সহজ ডট কমের প্রধান নির্বাহী অফিসার সন্দ্বীপ দেবনাথ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, এবার ঈদে পশ্চিমাঞ্চলের জন্য আজকের রেগুলার টিকিট ১৫ হাজার ৯৩৩টি। আর পূর্বাঞ্চলের জন্য নির্ধারিত টিকিট ১৬ হাজার ১০০টি। তবে ঈদ উপলক্ষে ৭ তারিখ যে স্পেশাল ট্রেন যাবে, সেখানে আরও ৫০০ টিকিট যোগ হবে দুই অঞ্চলের জন্য।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্রিম টিকিট বিক্রি