প্রিমিয়াম গ্রাহকদের জন্য গ্রক চ্যাটবট আনছে এক্স: মাস্ক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ২১:২৯
ইলন মাস্ক মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআইয়ের গ্রক চ্যাটবট চালু হতে যাচ্ছে এক্সের প্রিমিয়াম গ্রাহকদের জন্য।
খবরটি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন মাস্ক নিজেই। চ্যাটবটের সঙ্গে কথোপকথন কীভাবে সরাসরি এক্স সাইটে পোস্ট করা যাবে সে বিষয়ে একটি নির্দেশনামূলক ভিডিও যোগ করে দিয়েছেন মাস্ক।
বেটা সংস্করণ থেকে বেরিয়ে আসার পর থেকেই গ্রক চ্যাটবট এক্সের ‘প্রিমিয়াম প্লাস’ গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল। প্রিমিয়াম প্লাসের সুবিধার জন্য ব্যবহারকারীদের মাসে ১৬ ডলার বা বার্ষিক ১৬৪ ডলার দিতে হয়। তবে, শুধু ‘প্রিমিয়াম’ সুবিধার জন্য এর অর্ধেক, ৮ ডলার ও ৮৪ ডলার দিতে হয়; ফলে এ উন্মোচনে চ্যাটবটের বিস্তৃতি বাড়বে বলে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।