সঙ্গীকে ভালো না লাগলেও কেন সম্পর্কে থাকে পুরুষ
ভালোবাসা থেকে একসঙ্গে থাকা শুরু হলেও অনেক সময় সে ভালোবাসা ফুরিয়ে যায়। আগের মতো প্রেমের টান না থাকা সত্ত্বেও কিছু মানুষ একসঙ্গে থাকাকেই বেছে নেন। অনেক পুরুষই স্বাদহীন সম্পর্কে ভেতরে ভেতরে হাঁপিয়ে উঠলেও, যৌথ জীবনের ইতি ঘটাতে চান না। কখনো স্বাচ্ছন্দ্য হারানোর ভয়, কখনো নতুনত্বের ভয়ে তাঁরা পুরোনোকেই আঁকড়ে ধরে থাকতে চান।
এ ধরনের যুগল জীবন বয়ে বেড়ানোর পেছনে অবশ্য আরও কিছু কারণ থাকতে পারে। কয়েকটি কারণ এখানে তুলে ধরা হলো:
১. অভ্যস্ত হয়ে যায়
অনেক সময় ভালোবাসা না থাকলেও অভ্যাসের খাতিরে পুরুষেরা পুরোনো সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। এটিকে পুরোনো আরামদায়ক সোয়েটারের সঙ্গে তুলনা করা যেতে পারে, যা সময়ের সঙ্গে আরও বেশি পরিচিত আর স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে! আরাম আর স্বাচ্ছন্দ্যের বলয় থেকে তখন পুরুষ বের হতে চায় না।
২. সঙ্গী যখন আকর্ষণীয়
শারীরিক আকর্ষণ বেশ শক্তিশালী প্রভাবক। এ ক্ষেত্রে সঙ্গীর জন্য কোনো আবেগ কাজ না করলেও এমন সঙ্গীকে পুরুষ ছাড়তে চায় না, যাকে দেখলেই মাথা ঘুরে যায়! মানসিক সংযোগ না থাকলেও সঙ্গীকে তারা ট্রফির মতো বিবেচনা করে। পুরুষ যখন বিশ্বাস করে, সে কখনই বর্তমান সঙ্গীর মতো শারীরিকভাবে আকর্ষণীয় ও ব্যক্তিত্বসম্পন্ন কোনো নারীকে খুঁজে পাবে না, তখন ভালোবাসা তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে।
- ট্যাগ:
- লাইফ
- সঙ্গী
- খারাপ সম্পর্ক