কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাঁকের লোমকূপের যত্ন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ২১:২১

নাঁকের উপরিভাগের ত্বকে সুক্ষ্ম ছিদ্রগুলোকে বলা হয় ‘নোজ পোর্স’ বা নাঁকের লোমকূপ।


লোম না গজালেও এই লোমকূপগুলোর কাজ হল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে তেল নিঃসরণ করা।


সবারই নাঁকের ত্বকে এই ধরনের সুক্ষ্ম ছিদ্র রয়েছে। তবে সমস্যা হয় তখনই যখন নাঁকের লোমকূপে ময়লা, ধুলা জমে ব্যাক্টেরিয়ার সংক্রমণে ব্রণ বা ত্বকে নানান সমস্যা দেখা দেয়।


“কারও কারও নাঁকের লোমকূপ দেখতে বেশ বড় হয়। সেক্ষেত্রে করার কিছু নেই। এটা প্রাকৃতিক”- ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এভাবেই মন্তব্য করেন নিউ ইয়র্ক’য়ের ‘ওয়েইল মেডিকেল কলেজ অফ কর্নেলি ইউনিভার্সিটি’র ত্বক-বিশেষজ্ঞ ডা. হ্যাডলি কিং।


তিনি বলেন, “তৈলাক্ত ও ব্রণ প্রবণ ত্বকে লোমকূপ বেশি দৃশ্যমান হয়। যে কারণে সেখানে দ্রুত ময়লা জমে। দেখতেও বাজে লাগে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও