যেভাবে বুঝবেন অ্যালার্জি নাকি ঠাণ্ডা-কাশি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ২১:১২
নাঁক টানা কিংবা দুয়েকবার হাঁচি দেওয়া স্বাভাবিক। তবে সাথে যদি শরীরে চুলকানি দেখা দেয়, তাহলে সেটা অ্যালার্জির সমস্যা হতেই পারে।
ধুলা, ছত্রাক, স্যাঁতস্যাঁতে অবস্থা বা ঠাণ্ডা আবহাওয়া থেকেও অ্যালার্জির সমস্যা হয়। যে কারণে নাঁক দিয়ে পানি পড়ার মতো সমস্যা ছাড়াও নানান লক্ষণ ফুটে ওঠে। অনেক সময় বোঝা যায় না, সেটা সর্দি লেগেছে নাকি অ্যালার্জির সমস্যা।
এই বিষয়ে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন চিকিৎসক ডা. লিয়ানা ওয়েন বলেন, “সাধারণত ঠাণ্ডা-কাশি আর অ্যালার্জির সমস্যায় একই রকম লক্ষণ দেখা দেয়। যেমন- নাঁক বন্ধ হওয়া বা নাঁক দিয়ে পানি পড়া, হাঁচি দেওয়া, কাশি হওয়া। আর নাঁক, গলা ও মুখ চুলকানো।”
- ট্যাগ:
- স্বাস্থ্য
- অ্যালার্জি সমস্যা