![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-03%2Fd3cf35a9-da02-4b2f-9e03-72314b960417%2Fbd_china_280324_2.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
দুই বছরে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যের আশায় চীন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ২০:১৭
২০২৬ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার বিষয়ে আশাবাদী চীন।
এই প্রত্যাশার কথা জানিয়ে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, এই লক্ষ্যে দুই দেশের যৌথ অংশগ্রহণে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ একটি সমীক্ষা চালিয়েছে।
সমীক্ষায় পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্যের পর্যায়ে উন্নীত হতে কাজ করবে দুই দেশে।
বৃহস্পতিবার সচিবালয়ে ‘বাংলাদেশ-চীন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনে খসড়া যৌথ সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন হস্তান্তর’ উপলক্ষে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে রাষ্ট্রদূত ওয়েন ছাড়াও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বক্তব্য রাখেন।