কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৭ বছর পর ফের দেশি টেকনিক্যাল ডিরেক্টর

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ২০:০০

সাবেক জাতীয় ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটু বাফুফের পরবর্তী টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পাচ্ছেন। আজ (বৃহস্পতিবার) দুপুরে অনুষ্ঠিত বাফুফের টেকনিক্যাল কমিটির সভায় সাইফুল বারী টিটুকে এক বছরের জন্য ওই পদে নিয়োগের সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে নতুন পদে কাজ শুরু করবেন তিনি।


বাফুফেতে টেকনিক্যাল ডিরেক্টর পদ আনুষ্ঠানিক সৃষ্টি হয়েছে কাজী সালাউদ্দিন ২০০৮ সালে সভাপতি হওয়ার পর। ২০০৯ সালে দেশের অন্যতম সেরা গোলরক্ষক শহিদুর রহমান চৌধুরী সান্টু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিতে আসেন সুদূর আমেরিকা থেকে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তার ঘনিষ্ঠ বন্ধু হলেও দেড় বছরের বেশি থাকেননি তিনি। সান্টুর বিদায়ের পর কিছুদিন বায়েজিদ জোবায়ের আলম নিপু এই পদে কয়েক বছর ছিলেন। ২০১৬ সালে এসেছিলেন ব্রিটিশ পল স্মলি। তিনি ২০২০ সালে চলে গেলেও আবার তাকে ফিরিয়ে আনে ফেডারেশন। ২০২৩ সালের মাঝামাঝি তিনি আবার চলে যাওয়ার পর পদটি খালি ছিল কয়েকমাস। এবার সেই পদে আসীন হচ্ছেন টিটু। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও