তিমিদের জন্য কেন জাদুঘর নয়
যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। তবু নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যেতে হলো। এবার আমরা যাত্রা করেছিলাম ট্রেনে করে। মনে পড়ে গেল সেই কিশোরবেলার কথা, ট্রেনে করে যাওয়ার জন্য টিকিটে কনসেশন পাওয়ার কত রকমের চেষ্টা! তা–ও চট্টগ্রাম পর্যন্ত। এবারও সেই ট্রেনযাত্রা, তবে শুধু চট্টগ্রাম নয়, সরাসরি কক্সবাজার যাওয়া। ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ট্রেনের জন্য নতুন পথ তৈরি হয়েছে।
কক্সবাজার থেকে টেকনাফের দিকে চলে যাওয়া মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত হিমছড়ি সৈকত। এক পাশে খাড়া উঁচু পাহাড়, আরেক পাশে দিগন্তবিস্তৃত সমুদ্র। এই সৈকতটা একটু নির্জন। কেমন যেন প্রাচীন পৃথিবীর অনুভূতি ঘিরে ধরে। সেখানে হেঁটে বেড়ানোর আকাঙ্ক্ষাও কাজ করেছে, জানতে ইচ্ছে করেছে কেন মৃত তিমিরা এখানে ভেসে আসে? এবার কক্সবাজারে যাওয়ার আগে এ ব্যাপারটা খুব কাজ করছিল।
- ট্যাগ:
- মতামত
- জাতীয় জাদুঘর
- নীল তিমি
- মৃত তিমি