You have reached your daily news limit

Please log in to continue


নীল নিকাবে প্রতিবাদ

২০১৭ সালে ভারতে মুক্তি পেয়েছিল ‘সিক্রেট সুপারস্টার’ নামের একটি চলচ্চিত্র। গানপাগল ১৫ বছরের কিশোরী ইনসিয়া মালিকের স্বপ্ন ছিল সংগীতশিল্পী হওয়ার। মায়ের সমর্থন পেলেও এ বিষয়ে বাবা ছিল বিমুখ। এ বিশাল যাত্রায় বহু ঘটনার পর মইনসিয়া জনপ্রিয় হয়ে ওঠে।

পর্দার ইনসিয়ার মতো আফগানিস্তানের দুই বোনও সোচ্চার হয়েছিলেন নিজেদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে। ইনসিয়া চরিত্রটির মতো এই দুই নিকাবধারী বোন ২০২১ সালের আগস্ট মাসে তাঁদের গানের ভিডিও প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তা পান। নিকাব পরে কিংবা চেহারা আড়াল করে জনপ্রিয়তা পাওয়া নতুন কোনো বিষয় নয়। কিন্তু তাঁদের কথা আলাদা করে বলার কারণ, আফগানিস্তানের মতো একটি দেশে যে বছর থেকে তালেবান শাসকেরা দ্বিতীয়বার ক্ষমতা দখল করে, এই দুই বোন সে বছরের আগস্টেই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ভাইরাল হন গানের মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন