You have reached your daily news limit

Please log in to continue


বাড়তি ৬৫ হাজার কোটি টাকা আদায় হলে কর–জিডিপি অনুপাত ১০.৪% হবে

রাজস্ব আদায় ৬৫ হাজার কোটি টাকা বাড়লে কর-জিডিপি অনুপাত দুই–শতাংশীয় পয়েন্ট বাড়বে বলে মনে করছে দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান। এতে কর-জিডিপি অনুপাত ১০ দশমিক ৪ শতাংশে উন্নীত হবে।

আজ বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) সংবাদ সম্মেলনে এ কথা বলেছে। সংস্থাটি আরও বলেছে, এই বাড়তি রাজস্ব বিভিন্ন খাতে সরকার বিনিয়োগ করলে তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দশমিক ২ শতাংশ বাড়াবে। এই অর্থ আদায় করা গেলে তা জিডিপির দশমিক ৫ শতাংশ বাড়তি রাজস্ব আদায়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে সহায়তা করবে।

বনানীর পিআরআই কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন পিআরআই চেয়ারম্যান জাইদী সাত্তার, নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এবং পরিচালক আবদুর রাজ্জাক। এ ছাড়া পিআরআই পরিচালক বজলুল হক খন্দকার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন