বারো বছরের কিশোরী সেনিয়া আক্তার এখনও জানে না তার পরিবারের সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর কোনোদিন নিজের বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে তার দেখা হবে না।
মঙ্গলবার ভোরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে সোনিয়ার পরিবারের সবাই নিহত হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে নিয়ে আসা হয় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
সেখানে দিনভর আইসিইউতে চিকিৎসাধীন ছিল। রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সন্ধ্যায় হাসপাতালে আইসিইউয়ের সামনে অনেকটা ভাবলেশহীন দাঁড়িয়েছিলেন সোনিয়ার মামা আজির উদ্দিন; তার চোখ টলমল করছিল।