কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ১৭:৩৫

ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধসহ চার দাবিতে কর্মবিরতিতে থাকা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সরকারের তরফ থেকে এখনও যোগাযোগ করা হয়নি। তাই কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন আন্দোলররত চিকিৎসকরা।


পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত যেহেতু আমাদের দাবিদাওয়া সম্পর্কে কেউ কোনো আপডেট দেয়নি। কেউ আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করেনি। সে কারণে আমাদের কর্মসূচি এখনও চলছে। আমাদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতিতে আছেন।”


পোস্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির তৃতীয় দিনেও দেশের বিভিন্ন হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও