রহস্যময় ভুতুড়ে কণার সন্ধানে বিজ্ঞানীরা
পদার্থবিজ্ঞানীদের ধারণা, আমাদের চারপাশে রহস্যময় ভুতুড়ে কণা রয়েছে। এই কণা শনাক্ত করা গেলে মহাবিশ্বের অজানা অনেক রহস্য সম্পর্কে জানা যাবে। দীর্ঘদিন চেষ্টার পর ভুতুড়ে কণা আসলেই আছে কি না তা জানতে একটি উপায় খুঁজে পেয়েছেন তাঁরা। ভুতুড়ে কণার অস্তিত্ব প্রমাণের জন্য নতুন একটি পরীক্ষা চালানোর অনুমোদনও দিয়েছে ইউরোপের বৈজ্ঞানিক গবেষণার অন্যতম কেন্দ্র সার্ন।
কণা পদার্থবিদ্যার বর্তমান তত্ত্বকে স্ট্যান্ডার্ড বা আদর্শ মডেল বলা হয়। এই ধারণা অনুসারে মহাবিশ্বের সবকিছু ১৭টি কণার একটি পরিবার নিয়ে গঠিত। ইলেকট্রন ও হিগস বোসনসহ কম পরিচিত কিন্তু আশ্চর্য কণা চার্ম কোয়ার্ক, টাউ নিউট্রিনো ও গ্লুওন এই পরিবারের সদস্য। কোনো কোনো কণা বিভিন্নভাবে যুক্ত হয়ে গোষ্ঠীবদ্ধভাবে কাজ করে। অবিশ্বাস্যভাবে এখনো অনেক ছোট কণা আছে, যা আমাদের পৃথিবী ও মহাবিশ্বে ছড়িয়ে আছে বলে মনে করেন বিজ্ঞানীরা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সন্ধান
- বিজ্ঞানী
- রহস্যময় স্থান