কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হোলিতে বিশেষ চাট!

eisamay.com প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ১০:৫৪

হোলি উৎসবের মধ্যে, একটি অপ্রচলিত খাবার গুলাব জামুন বা পান্তুয়ার চাটের একটি ভিডিয়ো অনলাইনে প্রকাশিত হয়েছে। টক এবং মিষ্টির এই সংমিশ্রণটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে, যা ভোজনরসিকদের বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ভাইরাল হওয়া ভিডিয়োটি একটি প্লেটে চারটি লোভনীয় গোলাপ জামুন দিয়ে শুরু হয়। এরপর দইয়ের একটি পুরু স্তর, তারপর মিষ্টি এবং সবুজ চাটনি দেওয়া হয়।


এটি আরও উপরে ডালিম এবং ভুজিয়া দিয়ে থাকে, অনেকটা দই বড়ার মতো। মাইক্রো ব্লগিং সাইট X -এ ভিডিয়ো শেয়ার করে একজন ইউজার লিখেছেন - “গুলাব জামুন চাট কেউ খেয়েছ??? আমি রোজা রাখছি, না হলে আমি এই খেয়ে দেখতাম। ভিডিয়োটি প্রকাশের পরপরই, সোশ্যাল মিডিয়া ইউজাররা শান্ত থাকতে পারেনি এবং খাবারটির প্রতি তীব্র প্রতিক্রিয়া জানায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে