You have reached your daily news limit

Please log in to continue


আমিও পাগল, আমার ছাত্রছাত্রীরাও পাগল: ইমন

ইমন চক্রবর্তী যে শুধু টালিউডের বিখ্যাত স্বনামধন্য গায়িকা সেটা নয়- তিনি তার নানা কাজ-কর্মের মাধ্যমেও সবার নজর কেড়ে থাকেন। তিনি যে বরাবরই ভীষণ প্রাণখোলা সেটা তার পোস্ট, কথাবার্তা থেকেই বোঝা যায়। দোলের আগের দিনও তাকে তেমনভাবেই খোশমেজাজে দেখা গেল; কিন্তু তার মধ্যেই তিনি কেন নিজেকে পাগল বলে বসলেন? খবর হিন্দুস্তান টাইমসের।

দোল উৎসবের বেশ কিছুদিন আগেই ইমন চক্রবর্তীর গানের স্কুলের বসন্ত উৎসব পালিত হলো ধুমধাম করে। হাওড়ার লিলুয়ার এক মাঠে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন পদ্মভূষণ ঊষা উত্থাপা থেকে শুরু করে জোজো, দেবলীনা কুমার প্রমুখ। সেই অনুষ্ঠানে পায়ের চোট নিয়ে নেচে গেয়ে, সঞ্চালনা করে অনুষ্ঠান মাতিয়ে তুলেছিলেন ইমন। এবার দোলের আগের দিন তিনি রং খেলায় মেতে উঠেছিলেন তার ছাত্রীদের সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন