মুক্তিযুদ্ধের কাছেই আশা তিন প্রজন্মের
২২ মার্চ আমরা যখন ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ অঙ্গনে পৌঁছাই, তখন বিকেলের সূর্যরশ্মি সৌধের ত্রিভুজাকৃতি দেয়ালে ঠিকরে পড়ছিল। ৫৪তম স্বাধীনতা দিবস সামনে রেখে ৮৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত স্মৃতিসৌধটির ধোয়ামোছার কাজ প্রায় শেষ। চলছিল আলোকসজ্জার প্রস্তুতি।
স্মৃতিসৌধ সামনে রেখে কিছুটা দূরে লাল চত্বরে এসে দাঁড়ালেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী আবুল বার্ক্ আলভী। সঙ্গে আরও আছেন সংগীতশিল্পী ওয়ারদা আশরাফ। আর এসেছে নতুন প্রজন্মের চার প্রতিনিধি—ভারতেশ্বরী হোমসের দশম শ্রেণির ছাত্রী মহামায়া খান সঞ্চিতা, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ফাহাদ রহমান, স্কলাস্টিকার নবম শ্রেণির ছাত্রী গার্গী তনুশ্রী পাল এবং গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র শাকের মাহমুদ সায়েম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম আলোর উদ্যোগে আমরা তাঁদের নিয়ে এসেছি স্মৃতিসৌধে।