কত দিন পরপর বিছানার চাদর বদলাবেন?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ২০:১৪

দিনভর কাজ শেষে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দুদণ্ড বিশ্রাম নিই আমরা। পরিষ্কার ও আরামদায়ক বিছানার চাদর যেমন আমাদের স্বাচ্ছন্দ্য দেয়, তেমনি ভালো করে দেয় মনও। এক চাদর খুব বেশিদিন না বদলে রেখে দেওয়া ঠিক নয়। এতে বিভিন্ন ধরনের চর্মরোগের ঝুঁকি বাড়ে। 


বিশেষজ্ঞরা বলছেন, প্রতি সপ্তাহে একবার বিছানার চাদর বদলে ফেলা স্বাস্থ্যকর অভ্যাস। তবে চাইলে সেটা টেনেটুনে দুই সপ্তাহ পর্যন্ত করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই এর বেশি সময় এক চাদর বিছিয়ে রাখা ঠিক নয়। অনেকেই মাসে একবার বিছানার চাদর বদলান। এটি ভালো অভ্যাস নয়। 


দিনের পর দিন নোংরা চাদর ব্যবহার করলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে 



  • নোংরা চাদর ব্রণের কারণ হতে পারে। বাইরে থেকে ঘেমে গোসল না করেই বিছানায় শুয়ে পড়লে সেই ঘাম থেকে ব্যাকটেরিয়া বাসে বাঁধতে পারে চাদরে। ত্বকের কোষে সেই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলেই ব্রণ হয়। 

  • পরিষ্কার না করে অনেক দিন ধরে একই চাদর ব্যবহার করে গেলে ত্বকে ছত্রাকঘটিত সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

  • খুশকির সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত খুশকির কারণে বাড়তে পারে চুল পড়ার প্রবণতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও