মিয়ানমারের পরের ভোট হয়ত দেশজুড়ে হবে না: জান্তা প্রধান

বিডি নিউজ ২৪ মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ২০:০৯

মিয়ানমারে যদি শান্তি ও স্থিতিশীলতা ফেরে তবে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে দেশটির ক্ষমতা দখল করা জান্তা সরকারের। তবে সে নির্বাচন হয়তো দেশজুড়ে আয়োজন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং।


মিয়ানমারের অভ্যন্তরে বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের তুমুল লড়াই চলছে।


তিন বছর আগে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখল করে। তখন তারা বলেছিল, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে।


কিন্তু অভ্যুত্থান রক্তপাতহীন হলেও কয়েক দিন পর মিয়ানমার জুড়ে জান্তা বিরোধী তীব্র আন্দোলন শুরু হয়। যা কঠোর হাতে দমনের চেষ্টা করে জান্তা বাহিনী। তাদের গুলিতে বহু আন্দোলনকারী নিহত হয়। জান্তা বাহিনী শহরকেন্দ্রিক ওই আন্দোলন আপাত দমাতে সক্ষম হলেও বিদ্রোহের আগুন দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে। যেখানে আগে থেকেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর লড়াই চলছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও