কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিংস অ্যারেনায় ‘জয় সহজ হবে না’, মনে করেন ফিলিস্তিন কোচ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৯:৩৭

প্রথম লেগে তিন পয়েন্টের চাওয়া পূরণ হয়েছে দাপুটে জয়ে। ফিরতি লেগেও একই প্রত্যাশা ফিলিস্তিন কোচ মাকরাম দাবৌবের। তবে এবারের ম্যাচটি বাংলাদেশের আঙিনায় হওয়ায় লক্ষ্য পূরণের পথটা সহজ হবে না বলে মনে করেন তিনি। 


২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। প্রথম লেগে ৫-০ গোলে বাংলাদেশকে উড়িয়ে প্রথম জয় তুলে নেয় ফিলিস্তিন। 


ওই ম্যাচটিও অবশ্য ফিলিস্তিন খেলেনি নিজেদের মাঠে। ম্যাচটি হয় কুয়েতের নিরপেক্ষ ভেন্যুতে। ইসরায়েলের আগ্রাসনে ঘরের মাঠে খেলতে পারছে না তারা। 


কিংস অ্যারেনা বাংলাদেশের জন্য পয়মন্ত ভেন্যু। এই মাঠে খেলা গত চার ম্যাচে কখনও হারেনি হাভিয়ের কাবরেরার দল।  এর মধ্যে একটিতে জয় ও তিনটি ড্রয়ের তৃপ্তি সঙ্গী জামাল-জিকোদের। চলতি বাছাইয়ে প্রথম ধাপে মালদ্বীপকে এ মাঠে ২-১ গোলে হারিয়েছিল তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও