৫০০ টাকার তরমুজ ২৫০, বিক্রেতা বলছেন ‘যথেষ্ট লাভ হচ্ছে’
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১৪:০৭
রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে ন্যায্য মূল্যে তরমুজ (পিস হিসেবে) বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমে সর্বোচ্চ ৩০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন আকারের তরমুজ বিক্রি করা হচ্ছে। ৫০০ টাকার তরমুজ বিক্রি করেও বিক্রেতা বলছেন, যথেষ্ট পরিমাণ লাভ থাকছে। চাইলেই অন্য বিক্রেতারাও আরো কম দামে তরমুজ বিক্রি করতে পারেন।
সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় ন্যায্যমূল্যে তরমুজ বিক্রয় কার্যক্রমের উদ্যোক্তা ও বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদারের। এসময় তিনি এসব কথা বলেন।