পাকবাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অত্যাবশ্যক
গণহত্যার প্রচলিত ইংরেজি শব্দ হলো Genocide । Genocide দুইটি শব্দের সংযুক্ত রুপ। গ্রিক শব্দ ‘genos’ এবং ল্যাটিন শব্দ ‘caedo’মিলে হয়েছে ‘genocide’। genos+caedo=genocide । ‘genos’ অর্থ race বা people। caedo অর্থ act of killing । সুতরাং genocide অর্থ killing of mass people। পোলেন্ডের বিশিষ্ট আইনজ্ঞ রাফায়েল লেমকিন ১৯৪৩ সালে প্রকাশিত তাঁর লেখা বই ‘Axis Power Rule in Occupied Europe ’-এ genocide শব্দটি ব্যবহার করেছেন।
সে সময় হতে mass killing ঘটনাকে genocide হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই রাফায়েল লেমকিনকে genocide শব্দের জনকও বলা হয়।
- ট্যাগ:
- মতামত
- গণহত্যা
- পাকিস্তানি সেনা
- গণহত্যা দিবস