শহীদদের তালিকা ও একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি
“পাকিস্তানি আর্মিরা এমনভাবে আসছিল যে সারদা পুলিশ একাডেমির পদ্মা নদীর দিকটাতেই পালানোর একমাত্র পথ মনে করে সবাই। ফলে আশপাশের গ্রামগুলো থেকেও বহু মানুষ আসে। পাশেই ছিল ক্যাডেট কলেজ। সেই দিককার লোকজন আর পুলিশ একাডেমির পুলিশরাও সিভিল ড্রেসে জড়ো হয়। আনুমানিক হাজার দুয়েক মানুষ জড়ো হয় ওই চরে।
বেলা তখন দুইটা বা আড়াইটা হবে। এক ক্যাপ্টেনের কমান্ডে পাকিস্তানি সেনারা পুলিশ একাডেমির ভেতরে ঢুকে। আর্মি দেখে চরের মধ্যে ছোটাছুটি শুরু হয়। প্রথমে সবাইকে একত্রিত করে ওরা। এরপর মহিলা ও ১৩ বছরের নিচের শিশুদের আলাদা করে বলে—‘তোম ঘারমে চ্যালে যাও।’
- ট্যাগ:
- মতামত
- শহীদ
- গণহত্যা
- শহীদদের স্মরণ