![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-03%2F96de30cd-50ca-4351-9bf8-115146e48bf5%2Fekattorer_ghatak_dalal_nirmul_committee_250322_21.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
গণহত্যা দিবস: কালরাতের শহীদদের স্মরণের দিন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ০৯:৫৯
পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোরহস্তে দমনের জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করেছিল পাকিস্তানি বাহিনী, ভয়াবহ সেই নৃশংসতায় শহীদদের স্মরণে পালিত হচ্ছে গণহত্যা দিবস।
সেই কাল রাতে চালানো অপারেশন সার্চলাইটের বীভৎসতার ওপর দাঁড়িয়ে মুক্তির যে যুদ্ধ শুরু করে বাঙালি জাতি, তার পথ ধরে নয় মাস পার বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।