কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেটের ভেতর জীবন্ত ইল

প্রথম আলো প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ০৯:৫৭

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিহ প্রদেশের ৩৪ বছর বয়সী এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে তলপেটের ব্যথায় ভুগছিলেন। পরে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। হাই হা ডিস্ট্রিক্টের মেডিকেল সেন্টারে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করার পর যা দেখা গেল, তাতে চমকে যাওয়ার অবস্থা। তাঁর তলপেটে অস্বাভাবিক কিছু একটা প্রাণীর উপস্থিতি দেখা যায়, যা তাঁর জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অডিটি সেন্ট্রাল ডটকমের খবরে এ তথ্য জানানো হয়।


এরপর জরুরি ভিত্তিতে ওই ব্যক্তির অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। তাতে পেটের ভেতর পাওয়া যায় জীবন্ত ইল (বাইম মাছ)। এটি লম্বায় ছিল ৩০ সেন্টিমিটার। ধারণা করা হচ্ছে, কোনোভাবে এটি তাঁর মলদ্বার দিয়ে শরীরে ঢুকেছে এবং তলপেটে ঘুরে বেড়িয়েছে। এটির কারণে তাঁর অন্ত্রে একটি ছিদ্রও হয়। চিকিৎসকেরা খুব সাবধানতার সঙ্গে ইলটিকে ও অন্ত্র থেকে নষ্ট হয়ে যাওয়া টিস্যুগুলো বের করে আনেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে