এআইয়ের তৈরি লেখা শনাক্তে নতুন টুল বানালেন কলম্বিয়ার প্রকৌশলীরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ২১:১০
মানুষ এখন এমন এক ডিজিটাল বিশ্বে বসবাস করছে, যেখানে অনলাইনের বিভিন্ন তথ্য মানুষের তৈরি না কম্পিউটারের তৈরি, তা বলাও মুশকিল হয়ে পড়ছে।
আর এ ধরনের পরিস্থিতির উদ্দীপক হিসেবে কাজ করেছে ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)’-এর মতো উন্নত কম্পিউটার প্রোগ্রামের উত্থান, যেখানে বিভিন্ন এমন টেক্সট তৈরি করা সম্ভব, যা দেখলে মনে হয়, সেগুলো মানুষই লিখেছে।
তবে, এ ধাঁধা সমাধানে একটি বড় পদক্ষেপ নিয়েছেন ‘কলম্বিয়া ইউনিভার্সিটি’র ‘কলম্বিয়া ইঞ্জিনিয়ারিং’-এর গবেষকরা, যেখানে অধ্যাপক জুনফেং ইয়াং ও কার্ল ভনড্রিক নিজেদের গবেষণা দলের সঙ্গে মিলে ‘রাইডার’ নামের একটি টুল বানিয়েছেন।