![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252F23958694-5f03-4a65-9bb0-375b85d4cd75%252FRazzak_during_the_announcement_of_the_cricket_team__2__3_.jpg%3Frect%3D371%252C0%252C2846%252C1897%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
‘অপ্রত্যাশিত’, ‘মেনে নেওয়ার মতো নয়’—অবিশ্বাস্য ব্যাটিং ধসের পর রাজ্জাক
বাংলাদেশ দলের অবিশ্বাস্য ব্যাটিং ধসের রেশ তখনো কাটেনি। সবার মুখে একটাই প্রশ্ন— ‘এই ব্যাটিংয়ের ব্যাখ্যা কী?’ সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে নির্বাচক আবদুর রাজ্জাককেও প্রশ্নটা করা হয়। সাধারণত ম্যাচের সময় এ ধরনের প্রশ্নের উত্তরে নির্বাচকদের খেলোয়াড়দের সমালোচনা করতে দেখা যায় না। কিন্তু আজ ভিন্ন চিত্র দেখা গেল।
রাজ্জাক নিজ দলের খেলোয়াড়দের ভুলত্রুটিগুলো ধরিয়ে দিলেন চোখে আঙুল তুলে। শ্রীলঙ্কার ৫১১ রানের বিশাল লক্ষ্যের জবাবে চোখের পলকে ৩৭ রানে ৫ উইকেটে হারিয়ে বসার পেছনে ক্রিকেটীয় যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি। রাখঢাক না করেই বললেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে যদি বলেন আমার কাছে খুবই অপ্রত্যাশিত মনে হয়েছে এবং মেনে নেওয়ার মতো নয়। এই রকম ব্যাটিং হবে, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে…ওরা ভালো ব্যাটিং করেছে। ওদের ব্যাটিং দেখার পর আমাদের ব্যাটিং দুইরকম মনে হয়েছে। আমি হতাশ।’