![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/03/24/img_20240324_144924.jpg?itok=TV9_xc7O×tamp=1711275411)
মুন্সিগঞ্জে সুপার বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি এলাকায় সুপার বোর্ড কারখানায় আগুন লেগেছে।
বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ রোববার দুপুর ১টার দিকে ওই ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়। নদী তীরে তীব্র বাতাস থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য আসে। এ ছাড়া, আশপাশের আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কারখানায় আগুন