ধানমন্ডি ও মোহাম্মদপুরের পাঁচ ‘কিশোর গ্যাং’র ২৫ সদস্য গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাং’জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংশ্লিষ্ট র্যাব কর্মকর্তারা বলেছেন, তাঁরা পাঁচটি কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁরা মোহাম্মদপুর বেড়িবাঁধ, আদাবর, ঢাকা উদ্যান ও ধানামন্ডি এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম চালাতেন। তাঁরা পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকাপয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন।
র্যাব-২–এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শিহাব করিম আজ রোববার প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা যেসব কিশোর গ্যাংয়ের সদস্য, সেগুলো হলো আক্তার গ্যাং, মাসুম গ্যাং, পিনিক গ্যাং, বাপ্পী গ্যাং ও লিমন গ্যাং। এসব গ্যাংয়ের সদস্যরা মাদক সেবনসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা দিনে গাড়ির চালক, চালকের সহকারী, দোকানের কর্মচারী, নির্মাণশ্রমিক, পুরোনো মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা ইত্যাদি পেশার আড়ালে রাতে ছিনতাই ও চাঁদাবাজি করতেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারির মামলা আছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- কিশোর গ্যাং