You have reached your daily news limit

Please log in to continue


এআই থেকে গায়কদের রক্ষায় প্রথম মার্কিন অঙ্গরাজ্য টেনেসি

নতুন এক বিলে স্বাক্ষর করে আইন পাশ করেছেন মার্কিন অঙ্গরাজ্য টেনেসির গভর্নর বিল লি। এ আইনের উদ্দেশ্য হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অননুমোদিত ব্যবহার থেকে সংগীতশিল্পীসহ অন্যান্য শিল্পীদের রক্ষা করা।

আইনটিকে ‘এনশিওরিং লাইকনেস ভয়েস অ্যান্ড ইমেজ সিকিউরিটি (ইএলভিআইএস) অ্যাক্ট’ নাম দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

কেন এটি গুরুত্বপূর্ণ

সঙ্গীত বা গান তৈরির ক্ষেত্রে এআইয়ের উপস্থিতি ১৯৫০এর দশকেও খুঁজে পাওয়া যায়। তবে, এআইয়ের সাম্প্রতিক অগ্রগতির ফলে বিভিন্ন রোবট বা মেশিন এখন পপ তারকাদের মতোই সঙ্গীত তৈরি করে। আর এটিই এ খাতের মতামতকে বিভক্ত করেছে। অনেক বিশেষজ্ঞই বলেছেন, এআই আইনি ও নৈতিক উদ্বেগগুলোকে সামনে নিয়ে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন