নির্বাচনে যাবে না বিএনপি, দলীয় সিদ্ধান্ত অমান্য করলেই বহিষ্কার
সমকাল
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪, ১০:২৮
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ কিংবা উত্তাপ নেই বিএনপিতে। ঢাকার নয়াপল্টনের দলের প্রধান কার্যালয় ঘিরে নেই সরগরম অবস্থা। দলের প্রার্থী হতে চান এমন নেতাকর্মীর নেই আনাগোনা। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি– এমন সিদ্ধান্তে এখনও অটল দলের হাইকমান্ড। পদ-পদবি ব্যবহার করে কেউ নির্বাচন করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বহিষ্কার করা হবে– এমন কঠোর বার্তা দেওয়া হয়েছে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীকে।
অবশ্য মামলা-মোকদ্দমার চাপে জর্জরিত তৃণমূল নেতাকর্মীরাও বর্তমান ‘প্রতিকূল পরিস্থিতি’র মধ্যে নির্বাচনে যেতে তেমন আগ্রহী নন। অল্প কয়েকটি জায়গায় বিএনপির নেতাকর্মী বা সমর্থকদের মধ্য থেকে দু-একজন প্রার্থী হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।