মাদকাসক্তদের অন্ধকার থেকে আলোর পথে ফেরাচ্ছে ‘ওয়েসিস’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪, ১০:০৯

‘বন্ধু এই দেখ আমরা ইয়াবা খাচ্ছি, কত্ত মজা, তুই একটা টান দে’। এভাবে এক টান দু-টান করতে করতে নেশার জগতে প্রবেশ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ নাফিস ইকবাল (ছদ্মনাম)। ১৯ বছর বয়সী নাফিসের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু একমাত্র সন্তান যখন ইয়াবা নামক মাদকের ভয়ঙ্কর নেশার জগতে ঢুকে যায় তখন বাবা-মায়ের দুশ্চিন্তার আর অন্ত থাকে না।


২০১৯ সালে কৌতুহলবশত বন্ধুদের মাধ্যমে ইয়াবা সেবন শুরু করেন নাফিস। এরপর ধীরে ধীরে হয়ে পড়েন আসক্ত। এই তরুণের সঙ্গে কথা হয় জাগো নিউজের এ প্রতিবেদকের। নাফিস বলেন, পড়ালেখা করায় মাসিক একটা হাত খরচ ছিল, সেই টাকা দিয়ে ইয়াবা কিনতাম। প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা ইয়াবা কিনতে খরচ হতো। ইয়াবা নেওয়ার পর শরীরে ব্যথা আসতো, ঘুম কম হতো এবং অনেক কিছুর প্রতি আগ্রহ কমে যেতো। এমনকি পরিবারের মানুষের সঙ্গে কথাবার্তায় মেজাজ সবসময় খিটখিটে থাকতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও