পুলিশ বলছে ‘আত্মহত্যা’, পরিবারের সন্দেহ হত্যা
রাজধানীর মিরপুর ১৪ নম্বরে একটি ১৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে মর্জিনা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, মর্জিনা ভবনটির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে মেয়েটির পরিবার বলছে, তার আত্মহত্যা করার কোনো কারণ নেই। তাকে হত্যা করে এখন টাকার জোরে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
মর্জিনা কাজ করত মিরপুর ১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজের পেছনে ১৫/ডি, বিজয় রাকিন সিটি নামের আবাসিকের ৫ নম্বর ভবনের ১ নম্বর টাওয়ারের ১৪ তলার ফ্ল্যাটে। তার গৃহকর্তা নাজমুল হুদা রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি।
পুলিশের ভাষ্যমতে, মর্জিনা ১৪ মার্চ বেলা ২টা ৩৬ মিনিটে ওই ভবনের ১৪ তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তার লাশের ময়নাতদন্ত হয়। পরে তার পরিবার লাশ নিয়ে লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে চলে যায়।