কোন প্রাণী কতক্ষণ ঘুমায় জানেন কি
একবার ঘুমালে হয়তো ৯-১০ ঘণ্টার আগে আপনার ঘুমই ভাঙে না। তাই ঘুমকাতুরে হিসেবে আপনার বেশ সুনাম রয়েছে বন্ধুদের কাছে। তবে অনেক প্রাণী রয়েছে, যাদের ঘুমানোর সময় জানলে আপনি চমকে যেতে পারেন। ভালুকের মতো দেখতে কোয়ালা দিনে ঘুমায় ১৫ থেকে ২০ ঘণ্টা। মানে মাত্র ৪ থেকে ৯ ঘণ্টা জেগে থাকে। পাইথন সাপ দিনে ১৮ ঘণ্টা ঘুমায়। তবে ব্যতিক্রমও রয়েছে, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মাত্র দুই ঘণ্টা ঘুমায় ঘোড়া। শুধু ঘুমের সময়ই নয়, ঘুমানোর ধরনেও বেশ বৈচিত্র্য রয়েছে প্রাণীদের মধ্যে। শুয়ে, বসে বা গাছে হেলান দিয়ে ঘুমাতে পারে বিভিন্ন প্রাণী। প্রাণীদের ঘুমের ধরন সম্পর্কে জেনে নেওয়া যাক—
ডলফিন
ডলফিন প্রায় পুরো জীবন পানিতে কাটায়। যদিও স্তন্যপায়ী প্রাণী হিসেবে তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করতে শ্বাস নিতে হয়। ঘুমানোর সময় ডলফিনের মস্তিষ্কের অর্ধেক অংশ বিশ্রাম নেয়, বাকি অর্ধেক অংশ সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে সচল থাকে। ডলফিন ঘুমানোর সময় সাধারণত এক চোখ খোলা রেখে পানিতে কাঠের টুকরার মতো ভেসে থাকে। বেশ পরিশ্রমী হলেও টানা পাঁচ দিন না ঘুমিয়ে থাকতে পারে ডলফিন।
তিমি
ডলফিনের মতো তিমিও ঘুমের সময় মস্তিষ্কের অর্ধেক অংশ নিষ্ক্রিয় করে ফেলে এবং এক চোখ খোলা রেখে ঘুমায়। স্পার্ম প্রজাতির তিমি ঘুমানোর সময় মাথা ওপরে রেখে খাড়াভাবে ঘুমায়। তবে হাম্পব্যাক প্রজাতির তিমি ঘুমায় পানিতে স্থির হয়ে। তিমির বিভিন্ন প্রজাতি মাত্র ৩০ মিনিট ঘুমায়। কারণ, বেশি ঘুমালে তিমির শরীরের তাপমাত্রা কমে যায়। তাই বিভিন্ন প্রজাতির তিমি জন্মের প্রথম মাসে ঘুমায় না।
হাতি
হাতি প্রতিদিন মাত্র দুই ঘণ্টা ঘুমায়। বেশির ভাগ সময় দাঁড়িয়ে ঘুমায় হাতি। খুব কম ক্ষেত্রেই হাতি শুয়ে ঘুমায়।