ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা
ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামোজুড়ে সাম্প্রতিককালের সবচেয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া।
শুক্রবার ইউক্রেইনের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, জাপোরিজিয়ায় ইউক্রেইনের বৃহত্তম বাঁধ নিপার জলবিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে রাশিয়া, তবে বাঁধ ভেঙে যাওয়ার কোনো ঝুঁকি তৈরি হয়নি।
ইউক্রেইনের বাঁধ প্রকল্পগুলোর পরিচালনাকারী সংস্থা ইউক্রিদ্রোয়েনারগো বলেছে, “কেন্দ্রটিতে এখন আগুন জ্বলছে। জরুরি বিভাগগুলো ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত আছে। অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী পরিস্থিতি সামলাতে কাজ করছেন তারা।”
দক্ষিণাঞ্চলীয় শহরটির প্রশাসন জানিয়েছে, তাদের শহরে আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং স্থানীয় কিছু বাসিন্দা আহত হয়েছে।